
সভাপতির বক্তব্য
ঢাকা প্রবাসী কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিবাসীদের যোগাযোগের সেতুবন্ধন বৃহত্তর কুমিল্লা সমিতি। এ সমিতির মূল লক্ষ্য হচ্ছে ঢাকায় বসবাসরত উন্নয়নের তিন জেলার প্রবাসী জনগণের মধ্যে সম্প্রীতি সৃষ্টি, ঐক্য উন্নয়ন ও কল্যাণ করা। নিঃসন্দেহে এ কথা বলা যায়, বৃহত্তর কুমিল্লা একটি গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকারী। শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির ধারক-পাহক হিসাবে পরিচিত কুমিল্লার উর্বর মাটি জন্ম দিয়েছে অসংখ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, রাজনীতিক এবং নির্লোভ প্রাণ সমাজকর্মী। সর্বক্ষেত্রে কুমিল্লার মানুষের সুদৃঢ় অবস্থান এ জেলার অতীত ঐতিহ্যের প্রমাণ বহন করে। অধ্যবসায়, পরিশ্রম এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে এ অঞ্চলের মানুষের বিচরণ আজ সমগ্র বিশ্বের আনাচে-কানাচে। তারা স্ব-স্ব ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। আজো দেশের রাজনীতি, প্রশাসন ও সাংস্কৃতিক অঙ্গনে কুমিল্লার উজ্জ্বল জ্যোতিষ্করা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
বলার অপেক্ষা রাখে না, রাজপথে কুমিল্লার কৃতি সন্তানরা তাদের নিজ নিজ ক্ষেত্রে আজো পালন করে চলেছেন অসামান্য গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্ব সভ্যতার ইতিহাসে দর্শনের সূত্রপাত হয়েছিল অভিজাত কুমিল্লার চিহ্নায়ন। ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে প্রতিষ্ঠিত বৃহত্তর কুমিল্লা সমিতি একটি মহৎ আদর্শকে সামনে রেখে কাজ করে চলেছে। সুপথে পথ পরিক্রমায় সমিতি যে আদর্শ থেকে চল পথিকৃত, বিগত হয়নি। আর যে কারণে হচ্ছে প্রতিনিয়ত ঐতিহ্যের লালন করে সুনির্দিষ্ট লক্ষ্যে উন্নয়নের উদ্দেশ্যে ঢাকা প্রবাসী বৃহত্তর কুমিল্লার অধিবাসীদের সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় রাখে।
বৃহত্তর কুমিল্লা সমিতি’র অগ্রযাত্রার সহযাত্রীসমূহকে অন্তর থেকে শুভকামনা। রূপায়নের সময়কে লক্ষ্যে রেখে করে চলছে শত সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের কার্যক্রমকে প্রাধান্য রাখছি, ছুটে চলা যাত্রায় আমাদের এগিয়ে চলা।
মুহাম্মদ মাহবুবুব রহমান খোকন
সভাপতি
বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা